Header Ads

জেনেনিন জাতীয় বিশ্ববিদ্যালয় এর একবর্ষ থেকে পরবর্তী বর্ষে প্রমোশন এর নিয়মাবলী



শেয়ার করে বন্ধুদের পড়ার সুযোগ করে দাও

আমাদের সকল পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন

National University | জাতীয় বিশ্ববিদ্যালয়

National University of bangladesh (session 2016-2017)


☞ প্রতিটি ৮০ মার্কস এর পরিক্ষায় পাশ
মার্কস হল ৩২
☞ পাশ করার পর ইনকোর্সের মার্কস যোগ
হবে। ইনকোর্স পরিক্ষায় পাশ মার্কস ৮
☞ জাতীয় বিশ্ববিদ্যালয় এর নিয়ম
অনুযায়ী ১ম বর্ষ থেকে ২য় বর্ষে
প্রমোশনের জন্য কমপক্ষে ৩টা বিষয়ে
পাশ করতে হবে এবং কমপক্ষে GPA = 1.75
অর্জন করতে হবে।
☞ সকল কোর্সের ( ইনকোর্স /তত্ত্বীয় /
ব্যবহারিক/ মাঠকর্ম/ মৌখিক ) পরীক্ষায়
অংশগ্রণন বাধ্যতামূলক !
☞ একাধিক বিষয়ে অনুপস্থিত থাকা
যাবে না। এক্ষেত্রে শুধুমাত্র যে কোন
১টি বিষয়ে অনুপস্থিতি থাকলে,
বাকি অন্যান্য সব বিষয়ে পাশ করতে
হবে।
☞ ১ম বর্ষের সব বিষয়ে পাশ না করা
পর্যন্ত ২য় বর্ষের প্রমোশন বন্ধ থাকবে।
(Only for absent students)
☞ C,D গ্রেড এ, যে কোন বর্ষের ক্ষেত্রে
Improvement একবার দেয়া যায়। কিন্তু
যতবার Fail করবে ততবারই Improvement
দিতে পারবে, তবে রেজিষ্ট্রেশনের
মেয়াদের মধ্যে।
বিঃদ্রঃ→ রেজিষ্ট্রেশনের মেয়াদ ৭
বছর।
☞একের অধিক পরীক্ষায় অনুপস্থিত
থাকলে ফলাফল Not-promoted আসবে !
☞ Not- promoted হলে আপনি পরবতীঁ
শিক্ষাবর্ষে প্রমোশন পাবেন না ।
☞ এছাড়া Not- promoted হলে আপনার ১
বছর শিক্ষাবর্ষ নষ্ট হয়ে যাবে !
☞ F প্রাপ্ত কোর্সের গ্রেডকে অবশ্যই
কমপক্ষে D গ্রেডে উন্নীভ করতে হবে।
অন্যতায় ডিগ্রী প্রাপ্য হবে না
☞ যারা Not-promoted হবে, তাদের আবার
আগের বর্ষে ভর্তি হয়ে পরিক্ষা দিয়ে
পাশ করতে হবে।
☞ ১,২বা ৩ বিষয়ে ফেল করে ও যারা
পাশ করেছে তারা পরবর্তী বর্ষে
উঠতে পারবে কিন্তু তাদেরকে ফেল
করা বিষয়ে আবার Improvement পরিক্ষা
দিয়ে পাশ করতে হবে। শুধু C, D বা F
পেলে Improvement দিতে পারবে।
☞ Not-promoted প্রাপ্তরা C এবং D প্রাপ্ত
বিষয়ে পরিক্ষায় দেয়া বাধ্যতামূলক
নয়,,,, তবে মান উন্নয়নের জন্য দিতে
পারবে।
☞ C,D Improvement পরিক্ষার গ্রেড় উন্নতি
করতে না পারলে subject GPA আগেরটাই
থাকবে।

1 comment:

  1. Not promote হলে পুনরায় ভর্তি কিভাবে হতে হবে ।
    আর ভর্তি ফি কত

    ReplyDelete